আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
নরসিংদী - ৪ আসনে বাংলাদেশ কংগ্রেস প্রার্থী কাজী শরিফুল ইসলামের মনোনয়ন বৈধ ঘোষনা নরসিংদীতে সেনা-পুলিশের কম্বাইন্ড অপারেশনে শীর্ষ ২ সন্ত্রাসী আটক খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় নরসিংদীতে দোয়া ও মিলাদ মাহফিল মাদক নিয়ে ঝগড়া, ছোট দুই ভাইয়ের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু আওয়ামীলীগ সভাপতির বাড়িতে বিএনপির সভাপতির কম্বল বিতরণ নরসিংদীর ২ টি আসনে ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল রেললাইনের সংস্কার কাজে কলাগাছ ও বালুর বস্তার ব্যবহার বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার জানাযা সম্পূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের আশেপাশে সিগারেট বিক্রি করলে জরিমানা শহরের চৌরাস্তা মোড়ে কলেজ ছাত্র কে কুপিয়ে হত্যা নয় হাজার আটশত পিস ইয়াবার বড় চালান আটক জাপানে কোবে বাংলাদেশ সোসাইটির উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত " দূর্নীতি কে শেকড় থেকে উপড়ে ফেলতে জনগনই শেষ ভরসা " ঘোড়াশাল জনসভায় জামাত প্রার্থী আমজাদ " দূর্নীতি কে শেকড় থেকে উপড়ে ফেলতে জনগনই শেষ ভরসা " ঘোড়াশাল জনসভায় জামাত প্রার্তী আমজাদ নরসিংদীতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তারেক জিয়া সাইবার ফোর্স এর ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নরসিংদী জেলা কমিটির শুভেচ্ছা বাউল আবুল সরকারের মুক্তি দেওয়া হলে আন্দোলনের হুশিয়ারি দিলেন মাদানী শেখ হাসিনার ব্যংকের লকারে ৮৩২ ভরি স্বর্নালঙ্কারের সন্ধান নরসিংদীতে ভূমিকম্পের উৎপত্তিস্থলে মাটির নমুনা সংগ্রহ, ক্ষয়ক্ষতির হিসাব প্রণয়নে কাজ শুরু নরসিংদীতে ভূমিকম্পে দুইজন নিহত, আহত কমপক্ষে ৬৭
ad728

শহরের চৌরাস্তা মোড়ে কলেজ ছাত্র কে কুপিয়ে হত্যা

রিপোর্টারের নাম: নাজমুল হাসান মোল্লা
  • সংবাদ প্রকাশের তারিখ : Dec 28, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: নিহত কলেজ ছাত্র আব্দুর রহমান

সিরাজগঞ্জ জেলা শহরের ব্যস্ততম চৌরাস্তা মোড়ে প্রকাশ্য দিবালোকে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জানা যায়, নিহত আব্দুর রহমান (১৮) ইসলামীয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

রোববার বিকেল সাড়ে ৪টার দিকে জেলা শহরের এক নম্বর পুলিশ ফাঁড়ির অদূরে চৌরাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যা ৭টার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ মৃত্যুর ঘটনার পর শহর জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়। 
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শার্ট-প্যান্ট ও জ্যাকেট পরিহিত ১৫–২০ জন যুবক ধারাল অস্ত্র চাপাতি ও ছুরি হাতে নিয়ে হঠাৎ করে বাজার স্টেশনগামী একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে দেয়। পরে অটোরিকশার মধ্যে থাকা যাত্রী আব্দুর রহমানকে কুপিয়ে গুরুতর জখম করে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরে স্থানীয়রা দ্রুত আহত আব্দুর রহমানকে হাসপাতালে নিয়ে যান। শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রোকনুজ্জামান নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের গভীর আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে।
নিহত আব্দুর রহমান সিরাজগঞ্জ শহরের সয়াধানগড়া খানপাড়া মহল্লার বাসিন্দা রেজাউর রহমানের ছেলে। এদিকে, ঘটনার পরপরই হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, একদল যুবক হাতে ধারাল অস্ত্র নিয়ে চৌরাস্তা মোড়ে একটি সিএনজি থামিয়ে যাত্রীকে কুপিয়ে জখম করছে। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ঘটনার পর থেকেই পুলিশের একাধিক দল কাজ করছে। নিহতের মরদেহ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300