আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
নরসিংদী - ৪ আসনে বাংলাদেশ কংগ্রেস প্রার্থী কাজী শরিফুল ইসলামের মনোনয়ন বৈধ ঘোষনা নরসিংদীতে সেনা-পুলিশের কম্বাইন্ড অপারেশনে শীর্ষ ২ সন্ত্রাসী আটক খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় নরসিংদীতে দোয়া ও মিলাদ মাহফিল মাদক নিয়ে ঝগড়া, ছোট দুই ভাইয়ের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু আওয়ামীলীগ সভাপতির বাড়িতে বিএনপির সভাপতির কম্বল বিতরণ নরসিংদীর ২ টি আসনে ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল রেললাইনের সংস্কার কাজে কলাগাছ ও বালুর বস্তার ব্যবহার বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার জানাযা সম্পূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের আশেপাশে সিগারেট বিক্রি করলে জরিমানা শহরের চৌরাস্তা মোড়ে কলেজ ছাত্র কে কুপিয়ে হত্যা নয় হাজার আটশত পিস ইয়াবার বড় চালান আটক জাপানে কোবে বাংলাদেশ সোসাইটির উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত " দূর্নীতি কে শেকড় থেকে উপড়ে ফেলতে জনগনই শেষ ভরসা " ঘোড়াশাল জনসভায় জামাত প্রার্থী আমজাদ " দূর্নীতি কে শেকড় থেকে উপড়ে ফেলতে জনগনই শেষ ভরসা " ঘোড়াশাল জনসভায় জামাত প্রার্তী আমজাদ নরসিংদীতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তারেক জিয়া সাইবার ফোর্স এর ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নরসিংদী জেলা কমিটির শুভেচ্ছা বাউল আবুল সরকারের মুক্তি দেওয়া হলে আন্দোলনের হুশিয়ারি দিলেন মাদানী শেখ হাসিনার ব্যংকের লকারে ৮৩২ ভরি স্বর্নালঙ্কারের সন্ধান নরসিংদীতে ভূমিকম্পের উৎপত্তিস্থলে মাটির নমুনা সংগ্রহ, ক্ষয়ক্ষতির হিসাব প্রণয়নে কাজ শুরু নরসিংদীতে ভূমিকম্পে দুইজন নিহত, আহত কমপক্ষে ৬৭
ad728

আওয়ামীলীগ সভাপতির বাড়িতে বিএনপির সভাপতির কম্বল বিতরণ

রিপোর্টারের নাম: নাজমুল হাসান মোল্লা
  • সংবাদ প্রকাশের তারিখ : Jan 2, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: কম্বল বিতরণ

নরসিংদীর রায়পুরা উপজেলার চর মধুয়া ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। ব্যতিক্রমধর্মী এ কর্মসূচিতে একসঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতারা, যা এলাকাজুড়ে নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।
বৃহস্পতিবার বিকেলে চর মধুয়া যুব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এ কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আয়োজিত হয় চর মধুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দূস সালাম সিকদারের বাড়িতে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ের সামনে।
অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দূস সালাম সিকদার এবং ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন ইতালি প্রবাসী বিএনপি নেতা হাবিবুর রহমান, প্রবীণ আওয়ামী লীগ নেতা আওয়াল সিকদারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
আওয়ামী লীগ সভাপতির বাড়িতে অনুষ্ঠিত কর্মসূচিতে বিএনপি নেতাদের অংশগ্রহণকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির একাংশের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা বিষয়টিকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী আখ্যা দিয়ে রাজনৈতিক অবস্থান ও আদর্শ নিয়ে প্রশ্ন তুলেছেন।
স্থানীয় এক বিএনপি নেতার নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, “মানবিক কর্মসূচি অবশ্যই প্রশংসনীয়, তবে দলের অবস্থান ও রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় রাখা জরুরি।”
অন্যদিকে, আয়োজক ও অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন নেতার দাবি, এটি সম্পূর্ণ মানবিক উদ্যোগ এবং শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোই ছিল মূল লক্ষ্য। রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে মানবতার দৃষ্টান্ত স্থাপন করতেই এই কর্মসূচি আয়োজন করা হয়েছে বলে তারা জানান।
এ ঘটনাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। কেউ একে মানবিক সৌহার্দ্যের দৃষ্টান্ত হিসেবে দেখছেন, আবার কেউ রাজনৈতিক কৌশল ও দলীয় শৃঙ্খলার প্রশ্ন তুলে সমালোচনা করছেন।
কম্বল বিতরণকে কেন্দ্র করে শুরু হওয়া এ আলোচনা এখন পুরো ইউনিয়নজুড়ে রাজনৈতিক আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300